স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ ফেব্রুয়ারী।।সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে শুক্রবার রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। আগরতলা পুর নিগমের কমিশনারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। কাজ, খাদ্য, পানীয় জল, ভাতা প্রদান ,বেহাল রাস্তা ঘাটের সংস্কার, বর্ধিত বিদ্যুৎ মাসুম প্রত্যাহার করা সহ আশু জরুরি সাত দফা দাবির ভিত্তিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে শুক্রবার রাজধানী আগরতলা শহরে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়।
মিছিল শেষে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য দাসের নেতৃত্বে প্রতিনিধি দল আগরতলা পৌর নিগমের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন। মিছিলটি সিপিআইএম সদর জেলা কমিটির অফিসের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিটি সেন্টারে পুরো নিগমের প্রধান প্রশাসনিক কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল পুরো নিগমের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশনে ও স্মারকলিপি তুলে দেন।