শনিবার লোকসভায় সরকারের কড়া সমালোচনা করে অধীর চৌধুরী বলেন, ‘উপত্যকায় ৩৭০ ধারা রদ করার বিষয়ে যে স্বপ্ন সরকার দেখিয়েছিল তা পূরণ হয়নি।
জম্মু-কাশ্মীরে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। প্রায় ৯০ হাজার কোটি টাকার স্থানীয় ব্যবসা শেষ হয়ে গিয়েছে। নিজেদের দেশেই শরণার্থী হয়ে পড়েছেন কাশ্মীরা। তাঁরা নিজেদের বাড়ি ফিরতে পারছেন না’।
এর জবাবে এদিন অধীর চৌধুরীকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, ‘আপনারা ৭০ বছরের শাসনে কিছুই করেননি। আপনারা কাশ্মীরে কাজ করলে আজ আমাদের প্রশ্ন করতেন না। কাশ্মীরে ৩৭০ ধারার প্রয়োজন নেই, কাশ্মীর কী ভারতের বাইরে?
কাশ্মীরে আমাদের আনা বিল নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা। বলা হচ্ছে জম্মু-কাশ্মীর কোনও দিন রাজ্যের মর্যাদা পাবে না। সময় এলেই কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। বিরোধীরা ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে’।