অনলাইন ডেস্ক, ১২ ফেব্রুয়ারী।। গত রবিবারে উত্তরাখণ্ডের তুষার ধস ও বন্যার স্মৃতি এখনও টাটকা। ঘটনায় কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ আছেন দুই শতাধিক মানুষ। তার মাঝেই সামনে এল নয়া আশঙ্কার খবর। উপগ্রহ চিত্র থেকে জানা গিয়েছে, রবিবারের ধসের জেরে ইতিমধ্যেই ঋষিগঙ্গার গতিপথে তৈরি হয়েছে একটি নতুন ‘বিপজ্জনক’ হ্রদ। যার আকার একটি ফুটবল মাঠের প্রায় তিন গুণ।
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের বিজ্ঞানীদের আশঙ্কা, ভবিষ্যতে এই হ্রদের দেওয়াল ভেঙে ফের দুর্ঘটনা ঘটতে পারে। এনডিআর এফ সহ সংশ্লিষ্ট সব পক্ষই এখন চেষ্টা করছেন নতুন করে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেদিকে নজর রাখতে। এই নতুন হ্রদ এখন তাদের কাছে নয়া চ্যালেঞ্জ। ড্রোন ও বিমান উড়িয়ে বর্তমানে হ্রদটির প্রকৃতি ও অবস্থানের সঠিক হিসেব কষার কাজ চলছে।