এরপর যাদব একটি পুরস্কারের জন্য মনোনীত হন, এর জন্য তার কাছে এভারেস্ট জয়ের প্রয়োজনীয় প্রমাণ চাওয়া হয়। কিন্তু তা দেখাতে ব্যর্থ হন তিনি। তখন যাদব ও তার সঙ্গী সীমা রানির এভারেস্ট অভিযান নিয়ে সন্দেহ দেখা দেয়। এ নিয়ে তদন্তে নামে নেপাল কর্তৃপক্ষ। অনুসন্ধানে দেখা যায়, এ দুই ভারতীয় পর্বতারোহীর এভারেস্ট জয় ছিল ভুয়া। যার জেরে, বুধবার ৬ বছরের জন্য নেপালে নিষিদ্ধ করা হয়েছে তাদের। সেই অভিযানের টিম লিডারকেও একই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এ ঘোষণার পর দুই পর্বতারোহীর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এভারেস্ট বিজেতাদের জন্য সম্মানজনক পুরস্কার তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডের জন্য গত বছর মনোনীত হয়েছিলেন যাদব। পর্বতারোহী তেনজিং নোরগে একজন নেপালি শেরপা। তিনি এবং এডমন্ড হিলারি ১৯৫৩ সালে যৌথভাবে সর্বপ্রথম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেন।