গিফট মিল্ক কর্মসূচির সূচনা, আজকের ছাত্রছাত্রীরা আগামীদিনের ভবিষ্যৎ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ ফেব্রুয়ারী।। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে৷ রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য বিভিন্ন উন্ননয়মূলক কর্মসূচি নিয়েছে সরকার৷ বিভিন্ন ক্ষেত্রে এই উন্নয়ন কর্মসূচির সফলতাও আসতে শুরু করেছে৷ আজ মোহনপুর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিফট মিল্ক বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷

তিনি বলেন, আজকের ছাত্রছাত্রীরা আগামীদিনের ভবিষ্যৎ৷ দেশের ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালভাবে বেড়ে উঠে সেজন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে৷ এই উদ্যোগের অঙ্গ হিসেবে সুকল পড়য়া ছাত্রীদের ১৮০ মিলিমিটার দুধ বিনা পয়সায় বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ গিফট মিল্ক কর্মসূচির অঙ্গ হিসাবে আগামী কয়েকদিনের মধ্যেই খোয়াই ও সিপাহীজলা জেলার দু’টি বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে দুধ বিতরণ করা হবে৷

উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা সহ চারটি রাজ্যে এই প্রকল্পে দুধ বিতরণ করা হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন৷ তিনি বলেন, শিশুরা যাতে অপুষ্টিতে না ভোগে তারজন্য নেশন্যাল ডেয়ারী ডেভেলপমেন্ট বোর্ড ফাউণ্ডেশন ফর নিউট্রিশন-র উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে৷ একটি শিশুর বড় হয়ে উঠার ক্ষেত্রে দুধের ভূমিকা অপরিসীম৷ তিনি বলেন, আগামীদিনে দেশের ভবিষ্যৎ কি হবে তা ঠিক করবে ক্লাসরুম৷ তাই ক্লাসরুমের উপর রাজ্য সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে৷

তিনি ছাত্রীদের ফিট থাকার পরামর্শ দেন৷ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা বলেন, ছাত্রছাত্রীদের অপুষ্টি দুর করার জন্যে রাজ্য সরকার নানাবিধ পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷ তিনি বলেন, একটি শিশুর ভবিষ্যৎ নির্ভর করে তার মানসিক ও শারীরিক বিকাশের উপর৷ এই বিষয়টির দিকে রাজ্য সরকার বিশেষভাবে নজর দিয়েছে এবং সেই লক্ষ্যে কাজ করছে৷

অনুষ্ঠানে তাছাড়াও বক্তব্য রাখেন নেশন্যাল হাইওয়ে এণ্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ইণ্ডিপেণ্ডেন্ট ডিরেক্টর মীনাক্ষি মিশ্র, নেশন্যাল ডেয়ারী ডেভেলপমেন্ট বোর্ড ফাউণ্ডেশন ফর নিউট্রিশন-র সিনিয়র ম্যানেজার ডা. এম জয়কৃষ্ণ৷ স্বাগত বক্তব্য রাখেন গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এম কে ধর৷

ধন্যবাদসূচক বক্তব্য রাখেন মোহনপুর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা হিমাদ্রী দেববর্মা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান সমীর দাস৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?