এদিকে ৫ নম্বর বাছাই স্তেফানস সিতসিপাসের জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে। অবাছাই অস্ট্রেলিয়ান থানাসি কোকিনাকিসকে ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-১, ৬-৭ (৫-৭) ও ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন তিনি। অন্য ম্যাচে রাশিয়ার দানিল মেদভেদেভও সহজ জয় পেয়েছেন। সরাসরি সেটে হারিয়েছেন স্পেনের কারবায়েস বায়েনাকে। ৬-২, ৭-৫ ও ৬-১ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন ৪ নম্বর বাছাই এ তারকা।
ব্রাজিলের থিয়াগো মনতিরোকে ৬-৪, ৬-৪ ও ৭-৬(১০-৬) গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন ৭ নম্বর বাছাই রাশিয়ান আন্দ্রে রুবলেভ।। চেক প্রজাতন্ত্রের থমাস মাচেককে ৬-৩, ৬-২, ৪-৬ ও ৬-৩ গেমে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন ৯ নম্বর বাছাই ইতালির মাত্তেও বেরেত্তিনি।