দিন কয়েক আগেই কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দেগেছিলেন তিনি। কিন্তু এভাবে ব্যক্তিগত আক্রমণ করতে দেখা যায়নি কখনো তাকে। ওই টুইটার প্রোফাইল ঘেঁটে দেখা গেল তিনি হলেন ‘নকল নাসিরুদ্দিন শাহ’। যিনি কিনা ‘নাসিরুদ্দিন শাহ প্যারোডি’ নামে একটি টুইটার হ্যান্ডেল চালান। বহুবার পুলিশে অভিযোগ করেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। কৃষক আন্দোলন থেকে শুরু করে যে কোনও ইস্যুতেই বিজেপি সরকারের সমালোচনা করতে ছাড়েন না ওই নকল নাসিরুদ্দিন।
বর্ষীয়ান অভিনেতার স্ত্রী রত্না শাহ পাঠকও এর আগে জানিয়েছিলেন এই ভুয়া টুইটার প্রোফাইলের কথা। কারণ নাসিরুদ্দিনের নিজস্ব কোনও টুইটার অ্যাকাউন্টই নেই। তবে গেরুয়া শিবির বিরোধী সমর্থকদের কাছে ‘নাসিরুদ্দিন শাহ প্যারোডি’ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কঙ্গনাকে নিয়ে পোস্টে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৮ হাজার বার রিটুইট হয়েছে। ৪৭ হাজার ছাড়িয়েছে লাইকের সংখ্যা।