এই খবর চাউর হতেই গোটা জ্বলাবাজার তথা গোটা পদ্মবিল এলাকায় হৈচৈ রব পড়ে যায়। আতঙ্কগ্রস্ত জনগন তড়িঘড়ি পানিসাগর থানার খবর দেয়। পানিসাগর থানার এস,আই,উদয়রাম রিয়াং বিশাল পুলিশ বাহিনী নিয়ে জ্বলাবাজারে উপস্হিত হয়। যথারিতি সন্দেহবাজন ব্যাক্তিটিকে সনাক্ত করে একটি ঔষধের দোকান থেকে পিস্তল সমেত আটক করে পানিসাগর থানায় নিয়ে আসে। থানায় নিয়ে এসে আটক কৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পিস্তলটি আসলে চীনের তৈরি একটি গ্যাস লাইটার।
যদিও পিস্তলটি দেখতে হুবুহু আসল পিস্তলের মতো। তবে ওর গায়ে মেড ইন চায়না এবং ৭.৬৫ এম,এম,লিখাও রয়েছে।পরবর্তীতে ওর কথা মতো পিস্তলটিকে ভালোভাবে পরিক্ষা নিরিক্ষা করে আসল সত্য বেরিয়ে আসে। আসলে এটি একটি পিস্তল রূপি গ্যাস লাইটার। তবে এলাকাবাসীদের অভিযোগ এটি দেখিয়ে বেশ কয়েক যাবৎ এলাকার বন্ধু বান্ধব সহ বেশ কয়েকজন কে ভয় ভীতি প্রদর্শন করেছে।পিস্তলটি দেখতে আসল পিস্তলের মতো হওয়াতে এলাকাবাসীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।
সম্ভব।তবে ভয়ভীতির অভিযোগের সত্যতা কতটুকু, তা খতিয়ে দেখছে পানিসাগর থানার পুলিশ। অভিযোগের সত্যতা প্রমানিত হলে অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।এই নিয়ে গোটা মহকুমা জোরে আতন্কের পরিবেশ বিরাজ করছে।