এই বৈঠকে নির্বাচনে জোট গঠন করে লড়াই করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রার্থী তালিকা নিয়েও আলোচনা হয় দলগত ভাবে। নির্বাচনী কর্মসূচী স্থির করা হয় বৈঠকের মধ্য দিয়ে। আই এন পি টি-র কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি বিজয় রাঙ্খল, সম্পাদক জগদীশ দেববর্মা, অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা।
আই এন পি টি-র সম্পাদক জগদীশ দেববর্মা জানান মহারাজার দলের সঙ্গে জোট করার বিষয়ে আলোচনা অনেকদুর এগিয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কার্যকরী কমিটি।