স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১১ ফেব্রুয়ারী।। কাকভোরে আগুনের লেলিহান শিখায় খিলপাড়া জোড় দীঘির পাড়ের বাসিন্দা মুনাফ মিয়ার পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়৷ কিন্তু আগুনের সূত্রপাত হওয়ার বেশ কিছুক্ষণ পরে তারা টের পেয়ে চিৎকার শুরু করলে এলাকার লোকজন সাহায্যের জন্য ছুটে আসে৷
প্রতিবেশীরা অগ্ণিনির্বাপণ দপ্তরের খবর দিলেও খিলপাড়া এলাকায় ঠিক কোন জায়গায় অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে তা স্পষ্ট ভাবে নির্ধারণ করতে না পারার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে অগ্ণি নির্বাপন কর্মীদের কিছুটা দেরি হয়ে যায়৷ তবে এদিন বিকেলে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে প্রতিবেশীদের সহযোগিতা এবং অগ্ণি নির্বাপন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে পার্শবর্তী বাড়িঘর বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়৷
মুনাফ মিয়ার মোট ছয়টি ঘরের মধ্যে একটি আগুন থেকে রক্ষা পেলেও পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে যায়৷ সেইসঙ্গে কয়েক লক্ষ টাকার জিনিসপত্র এবং ৫০০ ব্রয়লার মুরগি একটি মোটর সাইকেল চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়৷ তবে ধারণা করা হচ্ছে পোল্ট্রি ফার্মের বিদ্যুৎ পরিবাহী তার থেকে আগুনের উৎপত্তি৷
বৃহস্পতিবার অগ্ণিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কংগ্রেসের প্রদেশ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস৷ তিনি দলের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন৷ তার কিছুক্ষণ পরই ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ তিনি প্রশাসনকে নির্দেশ দেন সরকারি সহযোগিতা যেন শীঘ্রই প্রদান করা হয়৷ এবং আপাতত তাদেরকে দশ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন তিনি৷
তবে এদিন সকালে উদয়পুর মহাকুমা শাসক অনিরুদ্ধ রায় সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন৷ তাছাড়া এদিন গোমতী জেলা বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, শীতল চন্দ্র মজুমদার,আর কে পুর মন্ডল সভাপতি প্রবীর দাস, ত্রিদিব দাস সহ অন্যান্য নেতৃত্বরা ঘটনাস্থল পরিদর্শন করে সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দেন৷
প্রত্যক্ষদর্শীদের মতে সিলিন্ডার ফেটে গিয়ে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে৷ বিধবংসী আগুনের লেলিহান শিখায় বাইক সহ বহুমূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে৷ এককথায় এদিনের ভয়াবহ অগ্ণিকাণ্ড গোটা পরিবারটিকে নিঃস্ব করে দিয়েছে বলা চলে৷