সানি লিওনের ছবির শ্যুটিং সেটে গুন্ডাদের উৎপাত, চাওয়া হল ৩৮ লক্ষ টাকা!

অনলাইন ডেস্ক, ১২ ফেব্রুয়ারী।। সানি লিওনের ছবির শ্যুটিং সেটে গুন্ডাদের উৎপাত। পরিচালকের কাছ থেকে চাওয়া হল ৩৮ লক্ষ টাকা! গুন্ডাদের কাণ্ডকারখানায় আতঙ্কিত পরিচালক। কোনওরকমে ভ্যানিটি ভ্যানে ঢুকে বাঁচলেন অভিনেত্রী সানি লিওন। ঘটনার জেরে সেদিনের জন্য শ্যুটিং স্থগিত রাখতে হল পরিচালককে। এখানেই শেষ নয়, পরবর্তী সময়ে অন্যত্র শ্যুটিংয়ের অনুমতি নিতে হয় পরিচালককে।

জানা যাচ্ছে, যাঁদের গুন্ডা বলা হচ্ছে, তাঁরা হলেন বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর আব্বাস আলি মঘুল-এর দলবল। ওঁরা সবাই ফাইটার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হঠাৎ শ্যুটিং সেটে এসে পরিচালক বিক্রম ভাটের কাছে ৩৮ লক্ষ টাকা দাবি করেন ওঁরা। এর আগে অ্যাকশন ডিরেক্টর আব্বাস আলি মঘুল পরিচালক বিক্রম ভাটের সঙ্গে ৮টি প্রোজেক্টে কাজ করেছিলেন। তার পারিশ্রমিক হিসাবেই এই টাকা চাওয়া হয় বলে খবর।

ঘটনা প্রসঙ্গে পরিচালক বিক্রম ভাট জানান, “আমি হতবাক হয়ে গিয়েছিলাম। ঠিক কী করা উচিত, বুঝতে পারছিলাম না। আমি প্রথম দেখি, সানি যেন নিরাপদে থাকেন। ওঁকে আমি ভ্যানিটি ভ্যানে তুলে দিই। আমি আলি আব্বাসকে যে চেকগুলো দেবো, তার স্ন্যাপশটগুলি পাঠাতে বাধ্য করা হয়। এরপর ওই লোকজন চেক নিতে উদ্যত হয়। তবে এসবের মধ্যে দিনের আলো চলে যাওয়ায় আমি শ্যুট শেষ করতে পারিনি।

” বিক্রম ভাটের কথায়, তাঁর সঙ্গে আব্বাস আলি মঘুলের কোনও চুক্তি ছিল না। এ ধরনের হামলার জন্য ইতিমধ্যেই মঘুলকে আইনি চিঠি পাঠিয়েছেন বিক্রম। এ বিষয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে আব্বাস আলি মঘুলকে যোগাযোগ হলে তিনি বলেন, ফাইটার অ্যাসোসিয়েশনের লোকজন সমস্যা মেটাতে পেরেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?