আলোচনা সভার শুরুতেই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভার সূচনা করলেন ধর্মনগর চন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক গকুল দেবনাথ । উপস্থিত ছিলেন ধর্মনগর সরকারী মহাবিদ্যালয়ের অধ্যাপক ডঃ মৌসুম ভট্টাচার্য,বিদ্যাভারতী ত্রিপুরা প্রান্তের সংযোজক নীলমণি চক্রবর্তী,ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরের সভাপতি চন্দনময় পাল প্রমুখ । জাতীয় শিক্ষানীতি ২০২০ নিয়ে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা তাদের আলোচনা সকলের সামনে তুলে ধরেন ।