আজ বিলোনীয়া মহকুমার সাড়াসিমায় শিল্প নগরীর ফলক উন্মোচন ও মোহনগিরি স্টোন ক্রাসার ইউনিটের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ পরে মুখ্যমন্ত্রী উত্তর সাড়াসিমায় ১টি জিম ও যোগা কেন্দ্রেরও উদ্বোধন করেন৷ বিএডিপি প্রকল্পে প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে এই জিম ও যোগা কেন্দ্র স্থাপন করা হয়েছে৷
উল্লেখ্য, সাড়াসিমা শিল্প নগরী শিল্প বাণিজ্য দপ্তরের হাতে ছিল৷ আজ এই শিল্প নগরী ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের হাতে হস্তান্তর করা হয়৷ সাড়াসীমায় শিল্প নগরীর পরিকাঠামো উন্নয়নে ১০ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয় করা হবে৷ এই শিল্প নগরীতে স্টোন ক্রাসার ইউনিট স্থাপনে ৩ কোটি ৬২ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছে৷
জিম ও যোগা কেন্দ্রের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তা পরিদর্শন করেন৷ পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি জানান, সুুস্থ মন ও সুুস্থ দেহের মানুষই কাজে সফল হন৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, পানীয়জল সরবরাহ, ক’ষি ও শিল্পের উন্নয়নে বহুমুখী কর্মসূচি নিয়ে কাজ করছে৷
রাজ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আগামী ২ বছরের মধ্যে সড়ক নির্মাণে সাড়ে এগারো হাজার কোটি টাকার কাজ হবে৷ রাজ্যের মানুষও বিভিন্ন ব্যবসায় তাদের অর্থ বিনিয়োগ করছেন৷ তিনি আশা প্রকাশ করেন বিলোনীয়া দ্রত উন্নতির পথে এগিয়ে যাবে৷
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে ছিলেন কৃষি ও পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, বিধায়ক শংকর রায়, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, টি আই ডি সি’র চেয়ারম্যান টিংকু রায়, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব ড. পি কে গোয়েল, দপ্তরের অধিকর্তা রাভেল হেমেন্দ্র কুমার, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন প্রমুখ৷