বন্দুকধারী শ্বেতাঙ্গ ব্যক্তির ছবি প্রকাশ করেছে পুলিশ। বাফেলোর বাসিন্দা ৬৭ বছরের গ্রেগোরি উলরিখ এই ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশের দাবি। তিনি একাই এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন ধারণা করা হচ্ছে। জানা যায়, মঙ্গলবার প্রতিদিনের মতোই ক্লিনিকটিতে এসেছিলেন বেশ কিছু অসুস্থ রোগী। আচমকাই সেখানে এক ব্যক্তি গুলি ছুড়তে শুরু করেন বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। ঘটনাস্থলে পাঁচজন গুলিবিদ্ধ হন। একজনের মৃত্যু হয়।
দীর্ঘদিন ধরেই ওই ক্লিনিকে আসছেন ওই ব্যক্তি। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তার অসন্তোষের কথা আগেই জানিয়েছিলেন তিনি। তারই জেরে এদিন তিনি গুলি করতে পারেন কিনা তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি স্বয়ংক্রিয় বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। ওই ধরনের আরো বিস্ফোরক সেখানে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোথায় থেকে আততায়ী বিস্ফোরক পেলেন, তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে ঘটনাটি কেন্দ্র করে মিনেসোটায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে। সাধারণ মানুষ আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যমকে।