প্রবীণ নাগরিকদের করের আওতা থেকে মুক্তি দেওয়া হয়েছে। শিল্প ক্ষেত্রে জাতীয় বরাদ্দ হার দ্বিগুণ থেকেও বেশি করার প্রস্তাব রাখা হয়েছে। ভারতের স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ ভাবে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য বিশেষ আর্থিক বরাদ্দ রাখা হয়েছে। এবাজেট আত্মনির্ভর ভারত গড়তে কাজ আসবে।
এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় সরকার এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান প্রদেশ সদর জেলা কার্যকরী কমিটির সভাপতি অলক ভট্টাচার্যী। তিনি আরো বলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এটা জনকল্যাণমুখী এবং ঐতিহাসিক বাজেট প্রস্তাবনা। এবাজেট আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্ন পূরণ হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।