সেখান থেকে সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে ১৫টি ছবি। তালিকায় থাকা ছবিগুলো হলো— অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক), কুও ভ্যাদিস আইদা? (বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা), দ্য মোল অ্যাজেন্ট (চিলি), চারলাতান (চেক রিপাবলিক), টু অব আস (ফ্রান্স), লা লোরোনা (গুয়েতেমালা), বেটার ডেইজ (হংকং), সান চিলড্রেন (ইরান), নাইট অব দ্য কিংস (আইভরি কোস্ট), আই অ্যাম নো লংগার হিয়ার (মেক্সিকো), হোপ (নরওয়ে), কালেকটিভ (রোমানিয়া), ডিয়ার কমরেডস! (রাশিয়া), আ সান (তাইওয়ান) ও দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন (তিউনিশিয়া)।
অন্যদিকে প্রমাণচিত্র বিভাগে ২৩৮টি থেকে ১৫টি বেছে নেওয়া হয়েছে। ছবিগুলো হলো— অল ইন: দ্য ফাইট ফর ডেমোক্রেসি, বয়েজ স্টেট, কালেকটিভ, ক্রিপ ক্যাম্প, ডিক জনসন ইস ডেড, গুন্ডা, এমএলকে/এফবিআই, দ্য মোল এজেন্ট, মাই অক্টোপাস টিচার, নটটুরনো, দ্য পেইন্টার অ্যান্ড দ্য থিফ, ৭৬ ডেইজ, টাইম, দ্য ট্রাফল হান্টার্স ও ওয়েলকাম টু চেচনিয়া।
ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট, মেকআপ ও হেয়ারস্টাইলিং, অরিজিনাল স্কোর, অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ অ্যাকশন শর্টফিল্ম ও ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ হয়েছে। আগামী ১৫ এপ্রিল বসবে এবারের অস্কারের আসর। করোনার কারণেই মাস দেড়েক পিছিয়ে হচ্ছে এ আয়োজন।