সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে শুনে হইচই-কান্নাকাটি

অনলাইনডেস্ক, ১০ ফেব্রুয়ারী।। কলকাতার চ্যানেল জি বাংলার অন্যতম ধারাবাহিক ‘সৌদামিনীর সংসার’। প্রায় দু’বছর ধরে অভিনেতা-অভিনেত্রীরা এই মেগা সিরিয়ালের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। হঠাৎ করেই নাটকটির সেটে কান্না ও হইচই। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, চ্যানেল থেকেই সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ ফেব্রুয়ারি এই মেগার শেষ পর্বের শুটিং হয়, যা প্রচার হবে শুক্রবার। বলা হচ্ছে, শেষ শুটিং হওয়ার মাত্র ৪ দিন আগে সিদ্ধান্ত জানানো হয়েছে কলাকুশলীদের। প্রথমে কেউ বিশ্বাসই করতে পারেননি। যা নিয়ে হইচই ও কান্নাকাটি শুরু হয় সেটজুড়ে।

ধারণা করা হচ্ছে, ‘সৌদামিনীর সংসার’-এর জনপ্রিয়তায় ভাটা পড়ায় এমন সিদ্ধান্ত। সাম্প্রতিক সময়ে সিরিয়ালটির রেটিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে চ্যানেল কর্তৃপক্ষ। সিরিয়ালটির কাহিনি এমন— বেঁড়াচাপা গ্রামের মুখুয্যে পরিবার। বাড়ির নাম শান্তিনিবাস হলেও এলাকায় কোন্দল বাড়ি নামেই বেশি পরিচিত। মূলত কাজের বণ্টন নিয়ে পরিবারের সদস্যদের বিরোধ বিবাদ, এ থেকে নামকরণ। পরিবারের তৃতীয় প্রজন্মের ছোট ছেলে শঙ্কর মুখার্জির সঙ্গে বিয়ে হয়ে আগমন ঘটে সৌদামিনীর।

সৌদামিনী সব দায়িত্ব কাঁধে তুলে নেয়, পরিবারের হৃতগৌরব পুনরুদ্ধারে সচেষ্ট হয়। নানান প্রতিকূলতার মাঝেও তার সঙ্গী হয় ভাসুর ধনঞ্জয়, দেবর গণশা, ননদ লক্ষ্মী ও বান্ধবী ফুলি। কিন্তু মেজো মা মোহরের লোভে সৌদামিনীকে মেরে ফেলে। পরে সৌদামিনীর পুনর্জন্ম হয়! কাহিনি নিয়ে অনেক হাস্যরস হলেও হঠাৎ করে সিরিয়ালটি বন্ধ হয়ে যাবে ভাবতে পারেননি কলাকুশলী বা দর্শক কেউ-ই। অনেক দর্শকও নাকি জানিয়েছেন, এমনটা আশা করেননি তারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?