রাজ্য সরকার গুণগত পরিষেবা নিয়ে মানুষের কাছে পৌঁছবে : উপমুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কমলপুর, ১১ ফেব্রুয়ারী।।পরিষেবার জন্য মানুষকে সরকারের কাছে যেতে হবে না, সরকার গুণগত পরিষেবা নিয়ে মানুষের কাছে পৌঁছাবে৷ এই লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার৷ উন্নত মানের বিদ্যৎ সংযোগ এবং গুণগত পরিষেবা প্রদানে ত্রিপুরা রাজ্য বিদ্যৎ নিগম কাজ করছে৷ আজ কমলপুরে নতুন সাবস্টেশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করে সাংবাদিকদের সাথে কথা বলার সময় একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ তিনি জানান, প্রযুক্তির সঠিক ব্যবহারে জনজীবনের উন্নতি সাধনে সরকার উদ্যোগ নিয়েছে৷ সৌভাগ্য যোজনার মাধ্যমে বাড়ি বাড়ি বিদ্যৎ পৌঁছানোর কাজ ৩১ মার্চের মধ্যে শেষ হবে৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা জানান, সাবস্টেশনের নবনির্মিত ভবন ও ১৩২ কেভি সাবস্টেশন উদ্বোধনের ফলে কমলপুর মহকুমায় বিদ্যৎ পরিষেবার গুণমান বৃদ্ধি, নিরবচ্ছিন্ন বিদ্যৎ পরিষেবা নিশ্চিত হবে৷ তিনি জানান লাইনম্যানদের জীবন বীমা ৩ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ১০ লক্ষ টাকা করা হয়েছে৷ খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেব জানান, আজ এই দু’টি কর্মসূচির উদ্বোধনের ফলে কমলপুরের জনগণের দীর্ঘ দিনের নিরবচ্ছিন্ন বিদ্যতের চাহিদা পূরণ হবে৷
উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আজ প্রথমে কমলপুরের গারদটিলাস্থিত ১৩২ কেভি সাবস্টেশনে ১ অ ১০/১৬ এম ভি ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারের উদ্বোধন করেন৷ এরপর উপমুখ্যমন্ত্রী কমলপুরে ৩৩/১১, ২অ৮ এম ভি এ ক্ষমতাসম্পন্ন সাবস্টেশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেব, ধলাই জিলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ, দুর্গা চৌমুহনী ও সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যথাক্রমে সম্পা দাস, সুুজিত বিশ্বাস, বিএসি’র চেয়ারম্যান কুমার হালাম ও বিমল দেববর্মা এবং ত্রিপুরা রাজ্য বিদ্যৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর ড. এম এস কেলে৷ এইজন্য বিদ্যৎ নিগম সহ বিদ্যৎ দপ্তরকে কমলপুরবাসীদের পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানান৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?