উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আজ প্রথমে কমলপুরের গারদটিলাস্থিত ১৩২ কেভি সাবস্টেশনে ১ অ ১০/১৬ এম ভি ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারের উদ্বোধন করেন৷ এরপর উপমুখ্যমন্ত্রী কমলপুরে ৩৩/১১, ২অ৮ এম ভি এ ক্ষমতাসম্পন্ন সাবস্টেশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেব, ধলাই জিলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ, দুর্গা চৌমুহনী ও সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যথাক্রমে সম্পা দাস, সুুজিত বিশ্বাস, বিএসি’র চেয়ারম্যান কুমার হালাম ও বিমল দেববর্মা এবং ত্রিপুরা রাজ্য বিদ্যৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর ড. এম এস কেলে৷ এইজন্য বিদ্যৎ নিগম সহ বিদ্যৎ দপ্তরকে কমলপুরবাসীদের পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানান৷
রাজ্য সরকার গুণগত পরিষেবা নিয়ে মানুষের কাছে পৌঁছবে : উপমুখ্যমন্ত্রী
উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আজ প্রথমে কমলপুরের গারদটিলাস্থিত ১৩২ কেভি সাবস্টেশনে ১ অ ১০/১৬ এম ভি ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারের উদ্বোধন করেন৷ এরপর উপমুখ্যমন্ত্রী কমলপুরে ৩৩/১১, ২অ৮ এম ভি এ ক্ষমতাসম্পন্ন সাবস্টেশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেব, ধলাই জিলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ, দুর্গা চৌমুহনী ও সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যথাক্রমে সম্পা দাস, সুুজিত বিশ্বাস, বিএসি’র চেয়ারম্যান কুমার হালাম ও বিমল দেববর্মা এবং ত্রিপুরা রাজ্য বিদ্যৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর ড. এম এস কেলে৷ এইজন্য বিদ্যৎ নিগম সহ বিদ্যৎ দপ্তরকে কমলপুরবাসীদের পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানান৷