বিচ্ছেদের এক সপ্তাহে বিশ্বকাপজয়ী ফুটবলারের বান্ধবীর মৃতদেহ

অনলাইনডেস্ক, ১০ ফেব্রুয়ারী। ।জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার জেরোম বোয়াটেংয়ের সাবেক বান্ধবীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র এক সপ্তাহ আগেই বায়ার্ন মিউনিখ ডিফেন্ডারের সঙ্গে এই মডেলের বিচ্ছেদ ঘটে। দ্য সান, ডেইলি মেইলসহ বেশ কিছু সংবাদমাধ্যম জানায়, বার্লিন পুলিশ মঙ্গলবার কাসিয়া লেনহার্ট নামের ২৫ বছর বয়সী মডেলের মৃতদেহ উদ্ধার করে।

এই মডেলের মৃত্যুর খবর নিশ্চিত করে তার এক বান্ধবী ইনস্টাগ্রামে পোস্টও দিয়েছেন। জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য বোয়াটেং এক সপ্তাহ আগে কাসিয়ার সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন। এর আগে ১৫ মাস ডেটিং করেছেন তারা। একটি জার্মান সংবাদমাধ্যম ক’দিন আগে জানায়, গত ৫ জানুয়ারি বোয়াটেংয়ের সঙ্গে ছোট একটি গাড়ি দুর্ঘটনায় জড়িত ছিলেন কাসিয়া। তবে বিচ্ছেদের পর একে অপরের প্রতি অভিযোগ আনেন দু-জনই। ৩২ বছর বয়সী বোয়াটেং তার বিবৃতিতে সাবেক বান্ধবী রেবেকা এবং তাদের সন্তানদের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়েছিলেন।

লিখেন, ‘ড্র এ লাইন।’ আরো লিখেন, ‘আমি যাদের কষ্ট দিয়েছি তাদের সবার কাছে ক্ষমা চাই।’ এদিকে পোলিশ বংশোদ্ভূত কাসিয়ার পাঁজরে এখনো জার্মান ফুটবলারের নামে ট্যাটু করা। তবে বোয়াটেং সম্পর্কের ইতি টানার ঘোষণা দেওয়ার পর তিনিও একই ঘোষণা দেন। বোয়াটেংকে মিথ্যাবাদী ও বিশ্বাসঘাতক বলে উল্লেখ করেন। কাসিয়ার শেষ ইনস্টাগ্রাম পোস্টে লেখা, ‘এখন তুমি লাইন আঁক। যথেষ্ট।’ প্রকাশ্যে জার্মান ফুটবলারকে তিনি শয়তান হিসেবে উল্লেখ করেছিলেন। এ ছাড়া লড়াই করার ঘোষণা দিয়েছিলেন বলেও খবর।

বোয়াটেং জার্মান পত্রিকা বিল্ডকে বলেছিলেন, তার আগের সম্পর্কটি ধ্বংস করেছিল কাসিয়া। এ ছাড়া এই মডেল তার সঙ্গে ব্ল্যাকমেল করেছিল বলে অভিযোগ আনেন। বোয়াটেংয়ের সাবেক প্রেমিকা রেবেকাও কাসিয়ার প্রতি অভিযোগের তীর ছোড়েন। ইনস্টাগ্রামে কাসিয়াকে আক্রমণ ছাড়াও সংবাদমাধ্যমকে বলেন, কাসিয়া তার নিজের সুবিধার জন্য আমার পরিবারকে ধ্বংস করেছিল। আমিও তাকে জেরোমকে ধ্বংস করতে দেব না… সে যথেষ্ট ক্ষতি করেছে।’ কাসিয়া ২০১২ সাল থেকে জার্মানির সেরা মডেলদের একজন।

আগের সম্পর্কের ২৫ বছর বয়সীর একটি ছেলে রয়েছে- নাম নোয়াহ। তবে সেই প্রেমিকের সঙ্গে তার সম্পর্ক তিন বছর আগেই শেষ হয়ে যায়। তবে কাসিয়ার মৃত্যুকে সন্দেহজনক বলে বিবেচনা করছে না পুলিশ। পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘গতকাল সাড়ে ৮টার দিকে শার্লটেনবুর্গে আত্মহত্যা অভিযোগে পুলিশ অভিযান চালায়। বাড়িতে একটি মৃতদেহের সন্ধান মিলে। তৃতীয় পক্ষের জড়িত থাকার কোনো আলামত বা ইঙ্গিত পাওয়া যায়নি।’জেরোম বোয়াটেং ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে খেলেন। এরপর নিজ দেশের ক্লাব বায়ার্ন মিউনিখে ফেরেন। ক্লাবটির হয়ে ৮টি লিগ শিরোপা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?