সেনা ‘তল্লাশিতে তছনছ’ সু চির দলের কার্যালয়

অনলাইনডেস্ক, ১০ ফেব্রুয়ারী। । মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডির সদরদপ্তরে তল্লাশি চালিয়ে তছনছ করেছে সেনাবাহিনী। এনএলডি তাদের ফেসবুক পাতায় এ অভিযোগ করেছে। তবে বিস্তারিত কিছু উল্লেখ করেনি।

বিবিসি বার্মিজ বিভাগের পাওয়া তথ্য অনুযায়ী, মিয়ানমারে সেনাবাহিনী মঙ্গলবার রাতে দরজা ভেঙে এনএলডির সদরদপ্তরে প্রবেশ করে। তবে দলটির কোনো নেতাকর্মী ওই সময় সেখানে ছিলেন না। দেশটিতে হাজার হাজার মানুষ এনএলডিকে সরকার থেকে সরিয়ে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে আন্দোলন করছে। এর মধ্যেই সু চির দলীয় দপ্তরে এ হামলার ঘটনা ঘটলো। অনেকেই অং সান সু চি ও তার দলের সিনিয়র নেতাদের মুক্তি দাবি করছেন।

তাদের অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গত সপ্তাহে অভ্যুত্থানের পর থেকে সু চিকে দেখা যায়নি। এনএলডি তাদের ফেসবুক পাতায় লিখেছে, ‘সামরিক স্বৈরাচার সাড়ে ৯টার দিকে এনএলডি সদর দপ্তরে তল্লাশি ও তছনছ করেছে।’ওই তল্লাশি সংঘটিত হয়েছে দেশজুড়ে রাত্রিকালীন কারফিউর মধ্যে স্থানীয় সময় রাত ৮টা থেকে ভোর ৪টার মধ্যে।দেশটিতে এখনো পাঁচজনের বেশি সমবেত হওয়া নিষিদ্ধ।

যদিও এর মধ্যে বিক্ষোভ চলছে। হাজার হাজার প্রতিবাদকারী মঙ্গলবার চতুর্থ দিনের মতো রাস্তায় নেমে আসে। পুলিশও ব্যাপক শক্তি প্রয়োগ করে। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার ভোরে সরকারি চাকরিজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ রাজধানী নেইপিদোতে সমবেত হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?