কিন্তু এ জন্য তাদেরকে মার্চ-এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ৩৩ বছর বয়সী মেসির সাথে বার্সেলোনার বর্তমান চুক্তি জুনেই শেষ হয়ে যাচ্ছে। নতুন চুক্তি হবে কিনা সে বিষয়ে আলোচনা তেমন নেই। আসলে বিষয়টি নির্ভর করছে ৭ মার্চ বার্সেলোনার বহুল প্রতীক্ষিত সভাপতি নির্বাচনের ওপর। তবে মেসি বিভিন্ন ক্লাবের সাথে আলোচনার জন্য জানুয়ারি মাস থেকে উন্মুক্ত হয়ে গেছেন। আর্জেন্টাইন তারকার নতুন ঠিকানা ফরাসি ক্লাব পিএসজি হতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে।
এনিয়ে প্যারিসের ক্লাবটির কোচ থেকে শুরু করে খেলোয়াড়রা পর্যন্ত নিয়মিতই কথা ছেন। অনেকেরই জানার আগ্রহ, সিটি কি মেসিকে পাওয়ার চেষ্টা করবে না? সংবাদমাধ্যম ইএসপিএন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সিটি মেসির জন্য এখনো কঠোর অবস্থানে থাকলেও কোনো ধরনের আগ্রাসী কৌশল অবলম্বন করতে চাচ্ছেন না। গত বছরও তারা একই ধরনের কৌশল অবলম্বন করে এ ব্যাপারে অনেক দূর এগিয়েও গিয়েছিল।
ফোনে মেসির সাথে সিটি বস পেপ গার্দিওলা কথাও বলেছেন। এদিকে মেসিকে পাবার জন্য কিছুদিন ধরেই বেশ হইচই ফেলে দিয়েছে পিএসজি। সিটি এ ক্ষেত্রে পরিস্থিতি বুঝে কিছুটা সময় অপেক্ষা করলেও বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে পিএসজি সম্পূর্ণ ভুল পন্থা অবলম্বন করছে মেসিকে দলে ভেড়ানোর। একটি সূত্র জানিয়েছে, ‘যে ধরনের কৌশল তারা অবলম্বন করেছে তা পুরোপুরি ভুল। গণমাধ্যমে এ ধরনের প্রচার মেসি মোটেই পছন্দ করে না। এমনকি সামান্য কোন প্রতিক্রিয়া তিনি এ ব্যাপারে গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে চান না।’