জেমসের ডান বাহুতে টিকা পুশ করেন নার্স সাদিয়া সুমি। এর আগে বিদেশে যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেত্রী-সঞ্চালক নওশীন নাহরীন মৌ করোনার টিকা নেন। সেখানে তিনি স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করছেন। এ ছাড়া সোমবার ও মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে টিকা নেন যথাক্রমে সুবর্ণা মুস্তাফা ও আসাদুজ্জামান নূর। অবশ্য তারা দুজনের সংসদ সদস্য। সুবর্ণার স্বামী নির্মাতা বদরুল আনাম সৌদও টিকা নিয়েছেন।
গত রবিবার থেকে সারা দেশে সরকার করোনার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা ‘কভিশিল্ড’ দেওয়া শুরু করেছে। টিকার তৃতীয় দিন গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন। এর মধ্যে গত ২৭ ও ২৮ জানুয়ারি উদ্বোধন ও পরীক্ষামূলক ৫৬৭ জনের টিকা নেওয়ার সংখ্যাও যুক্ত করা হয়েছে।