করোনার টিকা নিলেন জেমস

অনলাইনডেস্ক, ১০ ফেব্রুয়ারী।। করোনার টিকা নিলেন শীর্ষ ব্যান্ড গায়ক মাহফুজ আনাম জেমস। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তার মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। বুধবার বেলা ১টার দিকে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়ে টিকা গ্রহণ করেন জেমস। তিনি সবাইকে টিকা গ্রহণের আহ্বান করেছেন। কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের উদ্যোগে নয় জেমস নিজেই আগ্রহী হয়ে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

জেমসের ডান বাহুতে টিকা পুশ করেন নার্স সাদিয়া সুমি। এর আগে বিদেশে যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেত্রী-সঞ্চালক নওশীন নাহরীন মৌ করোনার টিকা নেন। সেখানে তিনি স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করছেন। এ ছাড়া সোমবার ও মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে টিকা নেন যথাক্রমে সুবর্ণা মুস্তাফা ও আসাদুজ্জামান নূর। অবশ্য তারা দুজনের সংসদ সদস্য। সুবর্ণার স্বামী নির্মাতা বদরুল আনাম সৌদও টিকা নিয়েছেন।

গত রবিবার থেকে সারা দেশে সরকার করোনার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা ‘কভিশিল্ড’ দেওয়া শুরু করেছে। টিকার তৃতীয় দিন গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন। এর মধ্যে গত ২৭ ও ২৮ জানুয়ারি উদ্বোধন ও পরীক্ষামূলক ৫৬৭ জনের টিকা নেওয়ার সংখ্যাও যুক্ত করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?