রাশিয়ার ‘স্পুটনিক ভি’ দিয়ে টিকাদান শুরু করল ইরান

অনলাইনডেস্ক, ১০ ফেব্রুয়ারী। । করোনা মহামারিতে মধ্যপ্রাচ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইরান দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু করেছে। দেশটি রাশিয়ার বানানো টিকা স্পুটনিক ভি দিচ্ছে মানুষকে। বিবিসি জানায়, মঙ্গলবার ইরানি স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকির ছেলে পারসা প্রথম করোনার টিকার নেন।

টিকা নিয়ে জনসাধারণের মধ্যে বিশ্বাস বাড়াতে প্রথম টিকা নিয়েছেন বলে মন্ত্রীপুত্র জানান। ৮০ মিলিয়ন মানুষের দেশ ইরান প্রথম চালানে রাশিয়া থেকে ১০ হাজার ডোজ টিকা গ্রহণ করেছে। স্পুটনিক ভি টিকার মোট ২ মিলিয়ন ডোজ পাওয়ার কথা রয়েছে দেশটির।

যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও ইরান আশা করছে বিশ্বব্যাপী টিকা সরবরাহ কর্মসূচি কোভ্যাক্সের মাধ্যমে ৪২ লাখ ডোজ টিকা পাওয়া সম্ভব হবে। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী, বয়স্ক এবং স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিদের টিকা দেওয়া হবে। ইরান নিজেও টিকা গবেষণায় যুক্ত হয়েছে।

গত ডিসেম্বরে একটি টিকার মানবদেহে ট্রায়াল শুরু হয়েছে। গত সোমবার আরেকটি টিকা উন্মোচন করেছে ইরানি কর্মকর্তারা। টিকাটিরও শিগগির মানবদেহে ট্রায়াল শুরু হতে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যাচ্ছে, দেশটিতে পনেরো লাখের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫৮ হাজার ৫৩৬ জন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?