বিয়ের ছবিতে সেজেগুজে অংশ নেন তিনি, তবে চোখ ঢেকে রেখেছিলেন কালো চশমায়। পরে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, ‘এটি একটি সুখী, ইতিবাচক ভিডিও নয় আবার এটা কোনও অসুখী, নেতিবাচক ভিডিও নয়।’ তবে বাকি কথা অনুরাগীদেরই বুঝে নিতে বলেন আমির কন্যা। ইরা জানান, তিনি নিয়মিত ভিডিও পোস্ট করতে চেয়েছিলেন যাতে ফ্যানরা পুরো বিষয়টা বুঝতে পারেন। মানসিক অবসাদের মধ্যে দিয়ে গিয়েছেন তা লুকিয়ে রাখেননি তিনি। তিনি বলেন, ‘আমি কাজে যেতাম। কাজ করেই যেতাম। বাড়িতে ফিরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তাম।
পরদিন উঠে ফের কাজে যেতাম।’ ইরার ভাষ্য, ‘আমি বিয়েতে অংশ নিতে চেয়েছিলাম। কারণ শুধু বিছানায় বসে কাঁদতে চাইনি। তবে আমি অনেক ঘুমিয়েছি। আর, আমার মনের যে অংশ বিয়েতে অংশ নিতে চাইছিল না জন্য খারাপ লাগছে।’ বর্তমান মানসিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি ঠিক আছি তবে আমি এখনও অনেক কাঁদছি।’ গত বছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ইরা খান প্রকাশ করেছিলেন যে, তিনি চার বছরেরও বেশি সময় ধরে হতাশার বিরুদ্ধে লড়াই করছেন।