অটোগাড়ী বেতাগা বাজার সংলগ্ন এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে গাড়ীর সামনে একটি কুকুর আসে বলে জানা যায়। এতে করে কুকুরের সঙ্গে আঘত পেয় অটোটি উল্টে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী শান্তিরবাজার দমকল বাহীনিকে খবর দেয়। দূর্ঘটনার খবর পেয়ে দমকল বাহীনির কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত যুবক প্রশান্ত দেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। পরবর্তী সময় প্রশান্ত দেকে হাসপাতালের চিকিৎসক দেখার পর মৃত বলে ঘোষণা করে।
ময়নাদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। জানা যায় প্রশান্ত দে পেশায় একজন সব্জী ব্যাবসায়ী। আজকে শান্তিরবাজরে সাপ্তাহিক বাজার থেকে পাইকারি দরে সব্জী ক্রয় করার জন্য বাইখোড়া থেকে শান্তিরবাজার আসছিলো বলে জানা যায়। প্রশান্ত দে এর অকাল প্রয়াণে চরকবাই মধ্যপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।