সমর্পণ দিবস উপলক্ষে এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির সহ-সভাপতি রাজিব ভট্টাচার্য,প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী, মন্ত্রী সান্তনা চাকমা, বিজেপির প্রদেশ কমিটির সদস্য তথা বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা।
উপস্থিত সকলে এইদিন দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এবং দলকে শক্তিশালী করার লক্ষ্যে সকলে যে যার সাধ্যমতো অর্থ সমর্পণ করেন। পরে প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা জানান একত্ব মানব বাদের প্রণেতা দীনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ দিবস বৃহস্পতিবার।
এই দিনটিকে বিজেপি সমর্পণ দিবস হিসাবে পালন করছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ যেভাবে চলছে, তা মূলত একত্ব মানব বাদের উপর ভিত্তি করে চলছে। প্রয়াত দীনদয়াল উপাধ্যায়ের চিন্তা ধারা বর্তমানেও প্রাসঙ্গিক বলে জানান তিনি।