এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অলক ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এলাকার দুঃস্থদের হাতে শিত বস্ত্র তুলে দেন। এছাড়াও এইদিনের অনুষ্ঠানে বিভিন্ন দল ত্যাগ করে প্রায় ২০০ জন ভোটার বিজেপি দলে যোগদান করে।
অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতৃত্বরা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বিজেপি দলে বরন করে নেন। প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা সংবাদ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ কারে জানান এইদিন প্রায় ২০০ জন ভোটার বিজেপি দলে যোগদান করেছে। নবাগতদের তিনি দলে স্বাগত জানান।