অমলাইন ডেস্ক, ১০ ফেব্রুয়ারী।। সপ্তাহে চার দিন ১২ ঘণ্টা করে কাজ করতে হবে। বাকি তিনদিন মিলবে সবেতন ছুটি। নয়া শ্রমবিধির জন্য এমনই খসড়া প্রস্তাব তৈরি করেছে কেন্দ্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই শ্রমবিধি লাগু হতে পারে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র জানিয়েছেন, নয়া এই শ্রম বিধি সাপ্তাহিক কাজের দিন ৫ দিনের নীচে নামিয়ে আনার সুযোগ দেবে।
তবে এই নয়া বিধিতে সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজের কথা বলা আছে। সেক্ষেত্রে সপ্তাহে চার দিন ১২ ঘণ্টা করে কাজ করতে হবে। সপ্তাহে চারদিন কাজ করলে বাকি তিন দিন সবেতন ছুটি মিলবে।
বর্তমানে এই খসড়ার চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। যেখানে, কর্মীদের বিনামূল্যে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে, সংস্থাগুলিকে রাজ্যের স্বাস্থ্য বিমার সাহায্য নিয়ে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
যদিও কেন্দ্রের দাবি এই বিধি বাধ্যতামূলক নয়। কোনও সংস্থা ও কর্মীরা চাইলে তবেই এই বিধি লাগু হবে। আবার কাজের দিন সপ্তাহে ৫-৬ দিনও করা যাবে সেক্ষেত্রে দৈনিক কাজের সময় কমবে।