তার উপর এবারের বাজেটে পেট্রোল ডিজেলের উপর অতিরিক্ত সেস বসানোর প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যার ফলে পেট্রোল ও ডিজেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কিন্তু অন্যান্য প্রতিবেশী দেশগুলির তুলনায় কেন ভারতে পেট্রোপণ্যের দাম এত বেশি? বুধবার এই নিয়ে সংসদে দাঁড়িয়ে ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
তিনি জানিয়েছেন, ‘ভারতের প্রতিবেশী দেশগুলিতে পেট্রোল ডিজেলের চাহিদা কম। ভারতের তার ব্যবহার অনেক বেশি ও ব্যপক। তাই অন্যান্য দেশের সঙ্গে দামের এই তুলনা করা ঠিক নয়’। পাশাপাশি তাঁর দাবি, ভারতে কেরোসিনের দাম বাংলাদেশ ও নেপালের মতো দেশের তুলনায় অনেক কম।
যদিও কেন্দ্রের এই দাবি মানতে নারাজ বিরোধীরা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও কেন এদেশে পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা।