অনলাইন ডেস্ক, ১০ ফেব্রুয়ারী।। গত একবছর ধরে গোটা বিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। চিনের উহানেই ২০১৯ সালের ডিসেম্বর মাসে ধরা পড়েছিল প্রথম কোভিড-১৯ সংক্রমণ।
অনেকেরই অভিযোগ, চিনের উহানে কৃত্রিম উপায়ে জৈব অস্ত্র তৈরি করতে গিয়ে করোনা ছড়িয়ে দিয়েছিল চিন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে,করোনা সংক্রমণের জন্য দায়ী করেছিলেন বেজিংয়কে।
যদিও অভিযোগ মানতে চায়নি চিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) উহান থেকে করোনা ছড়িয়েছে বলে মেনে নিলেও, এর উৎপত্তি বিষয়ে কিছু জানায়নি। এই মুহূর্তে চিনে রয়েছে ‘হু’র তদন্তকারী দল। তাঁদের দাবি, করোনার জন্ম সম্পর্কে নয়া তথ্য পেয়েছেন তাঁরা।
চোদ্দ জনের সদস্যের এই দলের অন্যতম মার্কিন প্রাণীবিদ পিটার জাসডাক বলেছেন, গুরুত্বপূর্ণ, সত্যিকারের কিছু ‘ক্লু’ তাঁরা হাতে পেয়েছেন।
এই বিষয়ে শীঘ্রই কিছু ঘোষণা করতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে পরীক্ষাগারে কৃত্রিমভাবে এই ভাইরাস তৈরি করার কথা, এখনই মানতে চাননি তিনি।