অনলাইন ডেস্ক, ১০ ফেব্রুয়ারী।। পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী অনিতা হাসনন্দানি। ৯ ফেব্রুয়ারি অনিতা এবং রোহিতের ঘরে আসে তাঁদের ছোট্ট অতিথি।
মা হওয়ার পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই খবর শেয়ার করেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীর স্বামী রোহিত রেড্ডি। খুশির খবর দিয়ে ‘ওহ বয়’ বলে সেখানে ক্যাপশন জুড়ে দেন রোহিত।
অনিতার মা হওয়ার খবরে তাঁর অনুরাগীরা খুশি হয়ে যান। শুভেচ্ছায় ভেসে যান অনিতা, রোহিত। করণবীর ভোরা থেকে রণবিজয় সিং, অঙ্কিতা ভর্গব, অঙ্কিতা লোখন্ডে, বাণী জে-র মতো টেলি তারকারা অনিতা হাসনন্দানিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে ঐশ্বর্য রাইয়ের সুপারহিট ফিল্ম ‘তাল’-এ দেখা যায় অনিতা হাসনন্দানিকে। এরপর বেশ কয়েকটি তামিল এবং তেলুগু ছবিতে অভিনয় করেন তিনি। দক্ষিণী সিনেমা জগতে জনপ্রিয়তা পাওয়ার পর টেলিভিশনের পর্দায় চুটিয়ে কাজ করতে দেখা যায় অনিতাকে।
বালাজি টেলিফিল্মসের হাত ধরে ‘কভি সওতন কভি সহেলি’, ‘ক্যা হাদশা ক্যা হকিকত’, ‘কোয়ি আপনা সা’, ‘লাবণ্য’ কিংবা হালফিলের ‘নাগিন’, একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে দেখা যায় অনিতাকে। বালাজি টেলিফিল্মসের অন্যতম ‘নায়িকা’ বলা হয় অনিতাকে।