জনজাতি এই এলাকাটিতে প্রায় চৌচল্লিশ পরিবারের বসবাস। কিন্তু দীর্ঘ বছর পেরিয়ে গেলেও পানীয় জলের সমস্যার কোনো সমাধান হচ্ছে না এলাকায়। বহু চড়াই-উৎরাই করে একটি ছোট্ট ছড়ার গর্ত থেকে নিজেদের পানীয় জলের তেষ্টা মেটাচ্ছে এলাকাবাসীরা। পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় কাজের জন্যও একই জায়গা থেকে জল এনে কাজ করতে হচ্ছে এলাকার মানুষদের।
এলাকাবাসীরা জানায় বহুবার গ্রাম প্রধান সহ আধিকারিকদের জানিয়েও কোনো লাভ হয়নি, দপ্তরের আধিকারিক ও নেতারা পরিদর্শনের পর পরিদর্শন চলে কিন্তু জলের সমস্যার কোনো সমাধান করেনি সরকার। বহু বছর পেরিয়ে গেলেও এখনও ছড়া থেকেই জল খেতে হয় এলাকাবাসীদের।