গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ইয়ুথ টি ২০ প্রিমিয়ার ক্রিকেট লীগ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ ফেব্রুয়ারী।। করোনা ভাইরাসের অতিমারীর ফলে স্কুল কলেজ সহ খেলার মাঠ গুলিও হয়ে পড়েছিল একেবারেই ফাঁকা।  ইতিমধ্যে করোনা মহামারীর দাপট কমতেই স্কুল কলেজ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পূর্বের ইমেজ ফিরে আসতে শুরু করেছে।

বাকি নেই মাঠ ময়দানও। বুধবার গন্ডাছড়া ইয়ুথ ক্রিকেট ক্লাবের উদ্যোগে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ইয়ুথ টি ২০ প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২১। ওইদিন মাঠের মুক্তমঞ্চে ক্রিকেট খেলার উদ্বোধনী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গন্ডাছড়া দুর্গাপুরস্থিত ১৩৮ ব্যাটলিয়ানের এসিস্টেন্ট কমান্ডেন্ট দেবেন্দ্র পন্ডিত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক ভূমিকানন্দ রিয়াং। এস ডি এম ও জটিলেশ্বর দেববর্মা, বি ডি ও শীর্ষেন্দু দেববর্মা, ও সি কিশোর লাল উছুই প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক তথা যুব কান্ডারি সজল মল্লিক।

মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উদ্বোধক দেবেন্দ্র পন্ডিত। স্বাগত ভাষণ রাখেন স্বপন দাস। কর্মকর্তারা জানান এই লীগে মোট ২১টি টিম অংশ গ্রহনে নাম নতীভুক্ত করেছে। এই খেলাকে কেন্দ্র সংশ্লিষ্ট এলাকার খেলোয়াড় এবং খেলা প্রেমীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?