অনলাইন ডেস্ক, ১০ ফেব্রুয়ারী।। গত কয়েকদিন ধরে ক্রমশ নিম্নমুখী ছিল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। তবে বেশিদিন স্থায়ী হল না সেই স্বস্তি। বুধবার ফের বাড়ল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুও বাড়ল অনেকটা। তবে স্বস্তি দিচ্ছে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুধবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১,০৬৭ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৯,১১০ জন। এক ধাক্কায় হাজারের বেশি বেড়েছে দৈনিক সংক্রমিতের সংখ্যা। এর ফলে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১,০৮,৫৮,৩৭১ জন।
তবে মোট আক্রান্তের মধ্যে অধিকাংশ জনই সুস্থ হয়ে উঠেছেন। সরকারি হিসেব বলছে, ইতিমধ্যে দেশে করোনাকে জয় করেছেন ১,০৫,৬১,৬০৮ জন। যাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় কোভিডমুক্ত হয়েছেন ১৩,০৮৭ জন। যা দৈনিক সংক্রমিতের চেয়ে অনেকটাই বেশি।
গত আট মাসের মধ্যে এই প্রথম গতকালই দিল্লিতে কোভিডে মৃতের সংখ্যা ছিল শূন্য। তারপরেও এদিন দৈনিক মৃত্যু বাড়ল। একদিনে দেশে মৃত্যু হয়েছে ৯৪ করোনা আক্রান্ত। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৭৮ জন।
দেশকে করোনমুক্ত করতে জোরকদমে চলছে টিকাকরণও। তবে টিকাকরণ চললেও কোভিডবিধিতে ঢিলেমি করতে রাজি নয় সরকার। তাই জনসাধারণকে সামাজিক দূরত্ববিধি এবং মাস্ক পরে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।