সেই মামলার শুনানিতে বুধবার সুপ্রিম কোর্ট বলেছে, আপাতত আইএনএস বিরাট ভাঙা যাবে না। পাশাপাশি, জাহাজটির বর্তমান মালিক সংস্থাকে এবিষয়ে নোটিশও পাঠিয়েছে শীর্ষ আদালত।
উল্লেখ্য, প্রায় ৩০ বছর ভারতীয় নৌবাহিনীর অংশ ছিল আইএনএস বিরাট। ২০১৭ সালে সেটি অবসর নেয়। এরপর মুম্বই বন্দর থেকে সেটি পৌঁছয় গুজরাতে। সেখানে আলং শিপ ব্রেকিং ইয়ার্ডে বিরাটকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। এই কাজেই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।