প্রথম শুনানির পর রাজ্য সরকারকে সময় দেওয়া হয়। এই আপিলের উপর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে মার্চ মাসের ১ তারিখ। সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ১০৩২৩ শিক্ষক- শিক্ষিকাদের। তাদের এখন গন ধর্নায় বসার অনুমতি প্রদানের ক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে না তা স্পষ্ট হয়ে যায়। অবশেষে নিরাশা শিক্ষক-শিক্ষিকারা জানান তারা খুশি নয়। ৭ ডিসেম্বর থেকে টানা ৫১ দিন আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষক- শিক্ষিকারা।
কিন্তু ৫২ দিনের মাথায় রাজ্য সরকারের পুলিশ প্রশাসন তাদের উপর অমানবিক ভাবে লাঠিপেটা করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসনের পক্ষ থেকে। তার পর থেকে তাদের আন্দোলন কর্মসূচি বন্ধ হয়ে যায়। পরবর্তী সময় পুনরায় পুলিশ প্রশাসনের কাছে আন্দোলন করার অনুমতি চাইলে অনুমতি দেওয়া হয়নি। ফলে উচ্চ আদালতে মামলা দায়ের করে। কিন্তু উচ্চ আদালতে মামলা শিক্ষক-শিক্ষিকাদের নিরাশ করে দিলো বুধবার। পরবর্তী শুনানির দিন ধার্য করা হলো ১ মার্চ।