অনলাইন ডেস্ক, ১০ ফেব্রুয়ারী।। টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার আজ ৪১-এ পা দিলেন। তাঁর কাছে যে বয়সটা শুধুই একটা সংখ্যা, তা তাঁর ছবি দেখেই প্রমাণ মেলে।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন পায়েল। প্রায়ই তাঁর বিভিন্ন ফটো সেশন তুলে ধরেন অনুরাগীদের সামনে। নিজের খোলামেলা ও সাহসী ছবিতে নেট পাড়ায় রীতিমতো উষ্ণতা ছড়ান নায়িকা।
বিভিন্ন সময়ে ধরা পড়ে পায়েলের ‘বোল্ড অ্যান্ড সেক্সি’ লুক। সম্প্রতি তাঁর শেয়ার করা দুধ সাদা রঙের উইন্টার ওয়্যারে নেটিজেনদের নজর কেড়েছিলেন পায়েল। শুধুই আপার ওয়্যার পরে ছবি দিয়েছেন নায়িকা। শেয়ার করার মুহূর্তেই তাতে বইতে শুরু করেছিল কমেন্ট ও লাইকের ঝড়।
প্রায় ১৭ বছর ধরে রয়েছেন ইন্ডাস্ট্রিতে। ২০০৪ সালে ‘শুধু তুমি’ ছবির মাধ্যমে টলি পাড়ায় পা রেখেছিলেন পায়েল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এই ছবিতে।
এর তিন বছর পর, রবি কিনাগীর ছবি ‘আই লাভ ইউ’ ছবিতে থেকেই মূলত জনপ্রিয়তা পেয়েছিলেন পায়েল। এই ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন দেবের সঙ্গে। এরপর ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘ঈগলের চোখ’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতেছেন তিনি।
হিন্দি মেগা সিরিয়ালেও কাজ করেছেন পায়েল। বর্তমানে বেশ কয়েকটি ওয়েব সিরিজেও দেখা গেছে তাঁকে। আজ জন্মদিনে এসভিএফ –এর তরফ থেকে তাঁকে ফুলের তোড়া ও কেক পাঠায়। যা দেখে খুশি পায়েল। সেই ছবিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন।