তপোবনে নির্মিয়মাণ বিদ্যুৎ প্রকল্পের পাশে একটি টানেলে আটকে পড়া বেশকিছু শ্রমিককে উদ্ধারের চেষ্টা এখনও চলছে। উদ্ধার কাজে নেমেছে সেনা, আইটিবিপি, এনডিআরএফ, এসডিআরএফ।
উদ্ধারকারী জানিয়েছেন, টানেলে প্রচুর পরিমাণে পাথর, বালি, কাদা ঢুকে গিয়েছে। মাল্টি ওয়ে টানেল হওয়ায় এই সব পরিস্কার করতে সময় লাগছে।
টানেলের ১২০ মিটার পর্যন্ত প্রবেশ করা সম্ভব হয়েছে। তবে ধস ও বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া ১৩টি গ্রামের সঙ্গে যোগাযোগ স্থাপনে সফল হয়েছে সেনা। যোগাযোগ স্থাপন সফল হয়েছে রাইনি গ্রামের সঙ্গেও।
উল্লেখ্য, এই ধস ও বন্যায় ঋষিগঙ্গার কাছে নির্মীয়মান জলবিদ্যুৎ প্রকল্প সম্পূর্ণ ধংস হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে তপোবনের কাছে জলবিদ্যুৎ প্রকল্পও।