মেরিল স্ট্রিপের চেয়েও তিনি ভাল অভিনেত্রী, এ বার নতু দাবি কঙ্গনার

অনলাইন ডেস্ক, ১০ ফেব্রুয়ারী।। বিজেপির ছত্রছায়ায় থাকার পর থেকে তিনি নিজেকে সর্বেসর্বা মনে করাতে শুরু করেছেন। করোনা অতিমারির সময় থেকেই। তা ক্রমশ মাত্রা ছাড়িয়েছে পরিযায়ী শ্রমিক এবং কৃষকদের আন্দোলনের ইস্যুতে। আসলে বিতর্কে থাকা যেন তাঁর স্বভাবসিদ্ধ।

এবার কঙ্গনা রানাওয়াত দাবি করে বসলেন, তিনি তিন বারের অস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী মেরিল স্ট্রিপের চেয়েও ভালো অভিনেতা। শুধু তাই নয়, হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ-এর থেকেও তিনি ভালো স্টান্ট করতে পারেন।

মঙ্গলবার কঙ্গনা একটি টুইট করেন। যেখানে তাঁর ছবি ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ নিয়ে একটি পুরনো প্রতিবেদন শেয়ার করেন। যে প্রতিবেদনে কঙ্গনার অভিনয় ও পরিচালনার প্রশংসা করা হয়েছে। সেটি শেয়ার করে ‘কুইন’ লেখেন, ”উদারপন্থীরা ভীষণই চিন্তিত।

হলিউডের বহু খ্যাতিমান অ্যাকশন পরিচালক এবং অনেক কিংবদন্তিরা বলেছেন যে আমি টম ক্রুজের থেকেও ভালো অ্যাকশন করি। বেচারা উদারপন্থীরা এটা পড়ুন আর হুতাশা প্রকাশ করুন”।

ঝাঁসির রানির ভূমিকায় কঙ্গনার ঘোড়ায় চড়া ও অ্যাকশন দৃশ্যের প্রশংসা করে একটি টুইট করেন আইনজীবী প্রশান্ত ভূষণ। সেটি শেয়ার করে কঙ্গনা লেখেন, ” এটি সত্য যে অ্যাকশন সিকোয়েন্স চিত্রায়নের জন্য অনেক কৌশল ব্যবহৃত হয়।

তবে আপনি যদি বলেন আমি কিংবদন্তি লক্ষ্মীবাঈ-এর চরিত্রে অভিনয় করছি আর ঘোড়ায় চড়তে পারি না,তাহলে কেউ সেটা বিশ্বাস করবে না।

এখন আপনিই বলবেন আমি খুব ভালো ঘোড়া চালাই। আর এটাই আমার গর্ব।” কঙ্গনা যে প্রতিবেদনটি শেয়ার করেছেন তাতে হলিউডের অ্যাকশন ডিরেক্টর নিক পাওয়েল বলেছিলেন, “আমি রাসেল ক্রো, টম ক্রুজ এবং ব্র্যাড পিটের সঙ্গে কাজ করেছি।

তবে যে কাজে অভিনেত্রী নেতৃত্ব দিচ্ছেন সেটা একটা অনন্য অভিজ্ঞতা। এক একটি জায়গায় ওঁর (কঙ্গনা)ক স্টান্টগুলি টম ক্রুজের থেকেও মসৃণ ছিল।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?