এরই মধ্যে আজ শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগর এলাকায় এক কৃষকের কৃষি জমিতে বগাফা কৃষি আধিকারিক সহ দপ্তরের অধিকাংশ কর্মীরা কৃষকদের মাঠে এস আর আই পদ্বতিতে ধানের চারা রোপন করেন। ধানের চারা রোপনের পূর্বে কৃষকদের মধ্যে উন্নতমানের মিনি পাউয়ার টিলার প্রদর্শন করা হয়।
আজকের কৃষকদের মাঠে ধানের চারা রোপনে অংশগ্রহন করে বগাফা কৃষি আধিকারিক সুজিত কুমার দাস, বগাফা সেক্টর অফিসার সুভেন্দু মজুমদার, বাইখোড়ার সেক্টর অফিসার দীপক দাস, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস ও কৃষি দপ্তরের অন্যান্য কর্মীবৃন্দরা। কৃষি দপ্তরের এই ধরনের উদ্দ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন।
আজকের এই ধানেরচারা রোপন সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরেন বগাফা কৃষি আধিকারিক, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। কৃষিদপ্তর কতৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সকলে ব্যাপক উৎসাহে অংশগ্রহন করে।