সেই মোতাবেক এইদিন যান চলাকদের সচেতন করতে বটতলা থেকে বড়দোয়ালি বি.ও.সি পর্যন্ত অভিযান চালায় সদর মহকুমা শাসকের নেতৃত্বে পরিবহন দপ্তর এবং ট্রাফিক দপ্তরের কর্মীরা। এইদিন যান চালকদের সচেতন করা হয়। সদর মহকুমা শাসক অসিম সাহা জানান তিন দিন যান চালকদের সচেতন করা হবে। তারপর থেকে ট্রাফিক নিয়ম মেনে নিয়ম ভঙ্গকারিদের জরিমানা করা হবে।
বটতলা থেকে বড়দোয়ালি বি.ও.সি পর্যন্ত রাস্তায় কোন ধরনের যান বাহন দার করিয়ে রাখা যাবে না। শুধু মাত্র যাত্রী তোলা বা নামানো যাবে। তার জন্য ১ মিনিটের জন্য গাড়ি দাড়াতে পারবে। উদয়পুর কিংবা দক্ষিন জেলা থেকে আসা গাড়ি গুলিকে যাত্রী নামাতে হবে নাগেরজলা স্ট্যান্ডের অভ্যন্তরে।