তিনি বলেন, রাজ্য সরকার জনজাতি এলাকার উন্নয়নের জন্য অধিক গুরুত্ব আরোপ করেছে৷ সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলিকে প্রাধান্য দিতেই আজকের মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়৷ শিক্ষামন্ত্রী জানান, অ্যাসপিরিশনাল ব্লকগুলিতে শিক্ষা, স্বাস্থ্য, ক’ষির উন্নয়ন ও পরিকাঠামো উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে৷ সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এই ১২ টি অ্যাসপিরিশনাল ব্লকে কোন সরকারি কর্মচারি ২ বছর চাকরি করার পর তাকে নিজস্ব পছন্দমত স্থানে পোষ্টিং দেওয়ার কথা সরকারের বিবেচনায় থাকবে৷
তিনি জানান, রাজ্যে এখন পর্যন্ত এমজিএন রেগায় ৬৪.৯৬ দিনের কাজ হয়েছে৷ ১২ টি অ্যাসপিরিশনাল ব্লকে এমজিএন রেগায় কাজ হয়েছে ৮৭.০৫ দিনের৷ রাজ্যের সংখ্যালঘু সম্পদায়ের সম্পত্তি সুুরক্ষার কথা চিন্তা করে আজ মন্ত্রিসভার বৈঠকে দি ত্রিপুরা ওয়াকফ রুলস-২০২০ অনুমোদন করা হয়েছে৷ এই রুলস অনুসারে রাজ্যে ওয়াকফ সম্পত্তি রক্ষার্থে এই ট্রাইব্যনাল গঠন করা হবে৷ সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, টি আর বি টি টেট পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে৷ আগামী ১০ মার্চ থেকে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে৷