মন্ত্রিসভার বৈঠকে১২টি অ্যাসপিরিশনাল ব্লকের উন্নয়নের জন্য অতিরিক্ত ৫০ কোটি টাকা বরাদ্দ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ ফেব্রুয়ারী।।রাজ্যের জনজাতি এলাকার ১২টি অ্যাসপিরিশনাল ব্লকের উন্নয়নের জন্য রাজ্য সরকার অতিরিক্ত ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে৷ আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷  শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, রাজ্যের ১২টি অ্যাসপিরিশনাল ব্লকের জন্য আগে বাজেটে যে অর্থ বরাদ্দ হয়েছিল তার অতিরিক্ত হিসেবে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হল৷

তিনি বলেন, রাজ্য সরকার জনজাতি এলাকার উন্নয়নের জন্য অধিক গুরুত্ব আরোপ করেছে৷ সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলিকে প্রাধান্য দিতেই আজকের মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়৷ শিক্ষামন্ত্রী জানান, অ্যাসপিরিশনাল ব্লকগুলিতে শিক্ষা, স্বাস্থ্য, ক’ষির উন্নয়ন ও পরিকাঠামো উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে৷ সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এই ১২ টি অ্যাসপিরিশনাল ব্লকে কোন সরকারি কর্মচারি ২ বছর চাকরি করার পর তাকে নিজস্ব পছন্দমত স্থানে পোষ্টিং দেওয়ার কথা সরকারের বিবেচনায় থাকবে৷

তিনি জানান, রাজ্যে এখন পর্যন্ত এমজিএন রেগায় ৬৪.৯৬ দিনের কাজ হয়েছে৷ ১২ টি অ্যাসপিরিশনাল ব্লকে এমজিএন রেগায় কাজ হয়েছে ৮৭.০৫ দিনের৷ রাজ্যের সংখ্যালঘু সম্পদায়ের সম্পত্তি সুুরক্ষার কথা চিন্তা করে আজ মন্ত্রিসভার বৈঠকে দি ত্রিপুরা ওয়াকফ রুলস-২০২০ অনুমোদন করা হয়েছে৷ এই রুলস অনুসারে রাজ্যে ওয়াকফ সম্পত্তি রক্ষার্থে এই ট্রাইব্যনাল গঠন করা হবে৷ সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, টি আর বি টি টেট পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে৷ আগামী ১০ মার্চ থেকে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?