অনলাইন ডেস্ক, ৯ ফেব্রুয়ারী।। করোনার টিকা নিয়ে চলছে বিশ্বব্যাপী আলোচনা। এখন কেউ কেউ বলছেন, বলিউড নায়িকা কঙ্গনা রনৌতের আক্রমণ থেকে বাঁচতে টিকা আবিষ্কার করুক কেউ!
প্রথমবারের মতো গত বছরের আগস্টে সরাসরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যোগ দেন কঙ্গনা রনৌত। এর আগে তার প্ল্যাটফর্মগুলো নিয়ন্ত্রণ করতো আলাদা টিম। আর টুইটারের অ্যাকাউন্টের লাগাম নিজের হাতে নেওয়ার পর থেকেই একের পর এক বিস্ফোরক পোস্ট করে সংবাদ শিরোনামে তিনি।
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে বলিউডের স্বজনপোষণ ইস্যুতে বড় বড় সেলেবদের একহাত নেন কঙ্গনা। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে সাম্প্রতিক কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার লাগাতার টুইট। অনেকে তার পক্ষে থাকলেও সমালোচনা কম হয়নি।
সম্প্রতি টুইটারে একজন মন্তব্য করেন, “কে ভ্যাকসিন তৈরি করে কঙ্গনা রনৌতের হাত থেকে আমাদের বাঁচাবে?” টুইটটি রিটুইট করে সংগীতশিল্পী সোনা মহাপাত্র লেখেন, “তু কৌন, ম্যায় আইকন!” সঙ্গে লেখেন, “দিনটা সবে শুরু হয়েছে, তাই আমার রসবোধটা এখনো তাজা রয়েছে। “
গত শুক্রবার টুইটারে নিজেই নিজেকে রাণীর তকমা দেন কঙ্গনা। রাজস্থানের সাবেক ডিজিপি হরিশ চন্দ্র মীনা টুইটারে কঙ্গনার উদ্দেশে প্রশ্ন ছোঁড়েন কোন এখতিয়ারে তিনি কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন।
জবাবে কঙ্গনা বলেন, “আমার শংসাপত্র… হা হা, আমি বিশ্বাস করি আমি অতি সাধারণ মানুষ তবে সোশ্যাল মিডিয়ার বোকা লোকেদের মাঝে আমি নেতৃত্ব দেওয়ার জন্য সেরা… তাই তোমাদের রাণীর সামনে মাথা নত করো। ”
অতীতেও অনেকবার কঙ্গনার প্রকাশ্যে সমালোচনা করেছেন সোনা মহাপাত্র। ২০১৭ সালে হৃত্বিক বনাম কঙ্গনা লড়াইয়ের সময় বলেছিলেন, ভুলভাবে নারীবাদকে তুলে ধরবার চেষ্টা করছেন নায়িকা।
গত বছরেও বলিউডের একাধিক নায়িকার প্রতি কঙ্গনার করা ‘কুরুচিকর’ মন্তব্য নিয়ে সরব হয়েছিলেন সোনা।