অনলাইন ডেস্ক, ৯ ফেব্রুয়ারী।। করিমগঞ্জের কোনারগ্রাম বাইপাসে দুর্ঘটনার মুখোমুখি হয়েছে একটি ট্রাক। ইতিমধ্যে তিনজন মারা গেছেন এবং দু’জনের অবস্থা এখনও গুরুতর। প্রাপ্ত তথ্য অনুসারে, সিমেন্ট বোঝাই ট্রাক এনএল -01-কে- 4098 আগরতলার দিকে যাচ্ছিল।
গতকাল রাত ১১ টার দিকে ঘটনাটি ঘটে। সিমেন্ট বোঝাই ট্রাক করিমগঞ্জ থেকে আগরতলার দিকে যাচ্ছিল। কুনগ্রামের বাইপাসে একটি ছোট সেতুতে দুর্ঘটনাটি ঘটে। জনসাধারণের সহায়তায় একজন আহতদের উদ্ধার করে পাথারকান্দি হাসপাতালে এবং পরে করিমগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, পাথারকান্দি থানার ওসি সঞ্জিব তেরাঙ্গ জানিয়েছেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং করিমগঞ্জ এসডিআরএফের সহায়তায় দু’জনকে উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন নৃপেন্দ্র শব্দকর, বিক্রম দেব, রবীন্দ্র শব্দকর। তারা ত্রিপুরার বাসিন্দা।
ওসি উদ্ধারে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী স্থানীয়দের প্রচেষ্টার প্রশংসা করেছেন। নিহতরা ট্রাকে চালাচ্ছিলেন। ওসি জানান, সেখানে একজন চালক, একজন হ্যান্ডম্যান ছিলেন এবং কয়েকজন যাত্রী ছিলেন।