স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ৯ ফেব্রুয়ারী।। আজ থেকে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে তিনদিনব্যাপী রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতা শুরু হয়েছে৷ প্রদ্বীপ জালিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুুবিকাশ দেববর্মা, কল্যাণপুর বি এ সি’র চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, সমাজসেবী জীবন দেবনাথ প্রমুখ৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, মানব জীবনে খেলাধূলার গুরুত্ব অপরিসীম৷
শরীরকে সুুস্থ ও স্বাভাবিক রাখার এক অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধূলা৷ রাজ্যভিত্তিক যোগা প্রতিযোগিতা এ বছর কল্যাণপুর হচ্ছে, যা কল্যাণপুরবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়৷ গত বছর মহামারীর কারণে সারা বিশ্বের সাথে রাজ্যেও খেলাধূলা বন্ধ ছিল৷ এখন ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন প্রান্তে খেলাধূলা শুরু হচ্ছে৷
দেশের প্রধানমন্ত্রীও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরতে ফিট ইণ্ডিয়া প্রকল্প চালু করেছেন৷ তাছাড়া প্রধানমন্ত্রীর চেষ্টায় সমগ্র বিশ্বে আর্ন্তজাতিক যোগা দিবসেরও প্রচলন হয়েছে৷ উল্লেখ্য এই প্রতিযোগিতায় ৮টি জেলার ২২২ জন প্রতিযোগী অংশ নিয়েছেন৷ আগামী ১১ ফেবয়ারি পর্যন্ত কল্যাণপুরে এই প্রতিযোগিতা চলবে৷
অনুষ্ঠানের সভাপতি বিধায়ক পিনাকী দাস চৌধুরী তাঁর বক্তব্যে যুব সমাজে খেলাধূলার গুরুত্বের কথা তুলে ধরেন৷ অনুষ্ঠানে কল্যাণপুর দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত এবং মামিতা নৃত্য পরিবেশন করে৷ সভাপতি রাজ্যভিত্তিক যোগা প্রতিযোগিতার পতাকা উত্তোলন করেন৷