অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।। রাজ্যসভায় সোমবার সকালে নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের উদ্দেশে বলেছিলেন, ‘আন্দোলন শেষ করে আলোচনায় বসুন। আমরা সমস্যা মিটিয়ে ফেলব’। কৃষকদের আশ্বস্ত করতে তিনি এদিন আরও বলেন, ‘এমএসপি (ন্যূনতম সহায়ক মূল্য) ছিল, আছে, থাকবে।’
প্রধানমন্ত্রীর এই ডাকেই এবার সাড়া দিলেন দিল্লি সীমান্তে কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকরা। এদিন সন্ধ্যায় সংযুক্ত কিষাণ মোর্চার নেতা শিবকুমার কাক্কা বলেন, ‘আমরা কখনই বলিনি কেন্দ্রের সঙ্গে কথা বলব না। যখনই আমাদের ডাকা হয়েছে, আমরা মন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছি।
এবার আমরা সরকারের সঙ্গে কথা বলতে রাজি’। তবে আরেক কৃষক নেতা রাকেশ টিকায়েত আন্দোলন না তোলার বার্তা দিয়ে এদিন বলেন, ‘প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এমএসপি নিয়ে আইন তৈরির কথা বলেননি। দেশ আশ্বাসে নয় আইন ও সংবিধান মেনে চলে’।