অনলাইন ডেস্ক, ৯ ফেব্রুয়ারী।। লালকেল্লা হিংসার মামলায় গ্রেফতার করা হল অন্যতম অভিযুক্ত গায়ক-অভিনেতা দীপ সিধুকে। সংবাদসংস্থা সূত্রে খবর এমনটাই জানিয়েছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে ট্র্যাক্টর মিছিলের ডাক দেন কৃষকরা৷ কিন্তু সেই কর্মসূচি ঘিরে প্রবল উত্তেজনা ছড়ায়৷
নির্দিষ্ট রুট ছেড়ে ট্র্যাক্টর ছেড়ে লালকেল্লার দিকে এগোতে থাকে শ’য়ে শ’য়ে বিক্ষোভকারী৷ পুলিশের সঙ্গে শুরু হয় সংঘর্ষ৷ একসময় লালকেল্লার দখল নিয়ে নেয় বিক্ষোভকারীরা৷
লালকেল্লায় আন্দোলনকারীদের নিজস্ব পতাকা তোলা হয়৷ দীপ সিধুর বিরুদ্ধে বিক্ষোভকারীদের প্ররোচিত করার অভিযোগ উঠেছিল৷ লালকেল্লায় পতাকা তোলার ঘটনাতেও সামনে আসে তাঁর নাম৷
এরপর থেকেই ফেরার ছিল দীপ সিধু৷ লালকেল্লায় তাণ্ডবের ঘটনায় দিল্লি পুলিশের দায়ের করা এফআইআর-এ অন্যতম অভিযুক্ত ছিলেন জনপ্রিয় এই গায়ক- অভিনেতা৷
কয়েকদিন আগেই দীপ সিধুর হদিশ দিতে পারলেই দেওয়া হবে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছিল দিল্লি পুলিশ।
প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা দখলের ঘটনায় দীপের আরও দুই সহযোগীর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়। এর মধ্যে একজন যুগরাজ সিং। যাঁর বিরুদ্ধে লালকেল্লায় নিশান সাহিবের পতাকা তোলার অভিযোগ রয়েছে।
সূত্রের খবর, অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই দিল্লি ও পাঞ্জাবের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ। প্রায় ৪৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও শোনা গিয়েছে।
জজবীর সিং, বুটা সিং, সুখদেব সিং এবং ইকবাল সিং নামের বিক্ষোভকারীদের বিরুদ্ধেও লুকআউট নোটিস জারি করা হয়েছে। তাদের হদিশ দিতে পারলে মিলবে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার।
অভিযুক্তদের ছবিও ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। যাতে কেউ চিনতে পারলেই পুলিশে খবর দিতে পারেন। সব মিলিয়ে অভিযুক্তদের উপর চাপ বাড়াচ্ছে পুলিশ।
উল্লেখ্য, পাঞ্জাবের গায়ক-অভিনেতা দীপ সিধুর বিরুদ্ধে কৃষক আন্দোলনকে ভুল পথে চালনা করার অভিযোগ উঠেছে। লুকআউট নোটিস জারি হতেই বেপাত্তা হিয়ে যান সিধু।
অজ্ঞাতবাসে থেকেই কয়েকদিন আগে ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেখানে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন।