দলে অভিভাবকদের মর্যাদা দিতে হবে, তবেই শৃঙ্খলা থাকবে : বিপ্লব দেব

স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ৯ ফেব্রুয়ারী।।ভারতীয় জনতা পার্টি একটি শৃঙ্খলাবদ্ধ দল। এখানে কার্যকর্তাদের কিছু দায়িত্ব থাকে। দল সত্ত্বাশীল হওয়ার পর সেই দায়িত্ব আরও বেড়ে যায়। বর্তমানে আমাদের দায়িত্ব, কর্তব্য দুটোই রয়েছে। কেন্দ্রে ও রাজ্যে বিজেপি রয়েছে। তাই আমাদের প্রত্যেক কার্যকর্তার কর্তব্য অনেক বেশি। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মঙ্গলবার পাবিয়াছড়ায় বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।

তিনি বলেন, বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দলের জন্মগত স্বভাব হচ্ছে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো। তাই সাবধান হয়ে কাজ করতে হবে। অতীতে কংগ্রেসের নামধারী হয়ে যারা বিরোধী দলে ছিল তারা পরিবারবাদকে অনুসরণ করত। অমিত শাহজির নেতৃত্বে দল যখন সব রাজ্যে প্রতিষ্ঠিত হয় তখন ত্রিপুরাতেও বিজেপির সরকার হয়।

নরেন্দ্র মোদীজি ও অমিত শাহজির দক্ষ নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসের একটা বড় অংশ বিজেপিতে যোগদান করেছে। মুখ্যমন্ত্রী বলেন, এখন বিজেপি ত্রিপুরার সর্ববৃহৎ পার্টি। ভারতীয় জনতা পার্টির একাধিপত্য রয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩১ জন বিধায়ক। সেখানে ভারতীয় জনতা পার্টি একাই ৩৬।

সহযোগী আইপিএফটি যোগ করলে হবে ৪৪। দুটি লোকসভা আসনেও বিজেপি। তিনি বলেন, রাজ্যে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছিল। লক্ষ্যমাত্রা ছিল পাঁচ লক্ষ সদস্যপদ। কিন্তু সাত লক্ষ সদস্য হয়েছেন। এতেই বোঝা যায় ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের ভরসা অটুট।

দলে অভিভাবকদের মর্যাদা দিতে হবে। তবেই শৃঙ্খলা থাকবে। সব সময় মনে রাখতে হবে, আমি কোথা থেকে এসেছি, কী করেছি, কী করতে পারব। তবেই সুষ্ঠু ভাবে সাংগঠনিক কাজ সম্পন্ন করা যাবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?