অনলাইন ডেস্ক, ৯ ফেব্রুয়ারী।। ভিডিও গেম ‘ডানজিওনস অ্যান্ড ড্রাগনস’ অবলম্বনে তৈরি হচ্ছে ছবি। এতে ক্রিস পাইনের সঙ্গে যোগ দিলেন মিশেল রড্রিগেজ ও জাস্টিস স্মিথ। ছবিটি পরিচালনা করবেন জোনাথন গোল্ডস্টেইন। তবে গল্পের বিস্তারিত প্রকাশ হয়নি।
এক গল্পকথকের সূত্র ধরে ঘটা অভিযান নিয়ে ফ্যান্টাসিধর্মী এই গেম ফ্র্যাঞ্চাইজি সারাবিশ্বে জনপ্রিয়। ৪৬ বছর আগে এই গেমের অভিষেক হয়। এরপর নানান ধরনের ডিভাইসের মধ্য দিয়ে ভিডিও গেম খেলোয়াড়দের মন কাড়ে। সারাবিশ্বে এর প্রায় ৪ কোটি ভক্ত রয়েছে।
দীর্ঘদিন ধরে চলা ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির লেটি চরিত্রে অভিনয়ের জন্য বেশি পরিচিত মিশেল রড্রিগেজ। শিগগিরই সিরিজের নবম কিস্তিতে দেখা যাবে তাকে।
অন্য দিকে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’ ও ‘পোকেমন ডিটেক্টিভ পিকাচু’র মতো ছবিতে সম্প্রতি দেখা গেছে জাস্টিস স্মিথকে। আর ক্রিস পাইনের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ ছিল করোনার নিউ নরমালে সবচেয়ে বড় রিলিজ।