অনলাইন ডেস্ক, ৯ ফেব্রুয়ারী।। তৃতীয় সন্তান আসতে চলেছে মডেল-অভিনেত্রী লিজা হেডনের জীবনে। কিন্তু লিজার অনুরাগীদের সেই সুখবরটি দিলেন লিজার প্রথম সন্তান জ্যাক। মাত্র ৩ বছর বয়স জ্যাকের। তার আরও একটি ছোট্ট ভাই রয়েছে, নাম লিও।
লিজা ও তাঁর স্বামী দিনো লালবাণীর দ্বিতীয় সন্তানের জন্ম হয় গত বছর। এ বারে তৃতীয় সন্তানের জন্য অপেক্ষা করছেন তাঁরা। আর সেই ঘোষণা পর্বটি ভীষণই সুন্দর করে পালিত হল৷ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী।
প্রথমে কেবল লিজাকেই দেখা যায় ভিডিয়োতে। যেখানে সুপার মডেল জানাচ্ছেন, ‘আমার জীবনের সাম্প্রতিকতম ঘটনার কথা বলতেই আজ ভিডিয়ো করলাম।
এ
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
ত দিন ধরে খবরটা সামনে না আনার একটাই কারণ রয়েছে। তা হল, আলস্য।’ এমনই সময়ে দেখা গেল, বড় ছেলে জ্যাক ভিডিয়োয় চলে আসে।
মায়ের পাশে এসে শুয়ে পড়ে সে। মা তাঁকে জিজ্ঞেস করলেন, ‘জ্যাকি, তুমি কি সবাইকে বলতে পারবে মায়ের পেটের ভিতরে কী রয়েছে?’ উত্তেজিত জ্যাকের উত্তর, ‘ছোট্ট বোন!’ তার পর আনন্দের চোটে এক সঙ্গেই দু’জনে মিলে চিৎকার করে উঠলেন।
২০১৬ সালে দিনো লালওয়ানিকে বিয়ে করেন লিজা হেডন। ২০১৬ সালে ‘বিচ ওয়াডিংয়ের’ মাধ্যমে দিনোর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন লিজা। বিয়ের পর ২০১৭ সালে লিজার জীবনে আসে ছোট্ট জ্যাক। প্রথম সন্তানের জন্মের পর লিজা-দিনোর জীবনে আসে লিও।
এবার দাদা হচ্ছে জ্যাক এবং লিও অর্থাত তৃতীয় সন্তান আসতে চলেছে বলিউড অভিনেত্রীর জীবনে। লিজা যখন সুখবর জানান, তাঁর সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। পাশাপাশি অভনেত্রীর অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেন।